নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বৈশাখের শুরুতেই আবারও কালবৈশাখীর ঘনঘটা। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন মনোরম আবহাওয়া থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কালো মেঘে আকাশ ঢেকেছে। তবে এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই আবহাওয়ার বিশাল পরিবর্তন দেখা দিয়েছে, এর কারণ হিসেবে দেখা গিয়েছে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপটি ছত্রিশগড় থেকে শুরু করে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত প্রসারিত হয়েছে। এই পরিস্থিতির দরুন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে যার ফলে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ দুপুর গড়াতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং কলকাতায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় এর পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যে সমস্ত জেলায় পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুর, এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, এর পাশাপাশি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ার অঞ্চলে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির এমন আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর সোমবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তবে বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনাও রয়েছে।