চাকরি প্রার্থীদের জন্য পুনরায় একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থী বেকার বসে আছে তারা অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য অবশ্যই শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন , কিরকম যোগ্যতা চাই বয়স কত লাগবে , প্রার্থী কিভাবে নির্বাচন করা হবে সবই এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব।
পদের নাম :- SUPERINTENDENT (RESIDENTIAL) (CONTRACTUAL)
শূন্য পদ :- এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে 2 টি।
শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের গ্রেজুয়েশন পাস করতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে 21 থেকে 40 বছরের মধ্যে।
নিয়োগ স্থান :- প্রথম ভেকেন্সি হল “OBC BOYS’ CENTRAL HOSTEL ATTACHED TO A.P.C COLLEGE, NEW
BARRACKPORE” এবং দ্বিতীয় ভেকেন্সি স্থান হল HELENCHA POST-
MATRIC CENTRAL
HOSTEL FOR SC BOYS”
বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে 15000 টাকা বেতন দেওয়া হবে । আর এই চাকরিটা অবশ্যই কন্ট্রাকচুয়াল।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই লিংকে http://206.189.130.205/bcw/ ক্লিক করে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের যে সমস্ত ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলো হলো –
১. নিজস্ব রিসেন্ট তোলা ছবি ।
2. সিগনেচার
3. কাস্ট সার্টিফিকেট
4. গ্রাজুয়েশনের মার্কসিট।
নির্বাচন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ :- এই পদের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13/03/2025 তারিখ এবং আবেদন প্রক্রিয়া চলবে 17/04/2025 তারিখ পর্যন্ত।
নতুন নতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
অফিসিয়াল নোটিশ | ডাউনলোড |
অনলাইন আবেদন | ভিজিট করুন |