রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য বিশাল সুখবর ঘোষণা করলো পর্ষদ | WB Primary TET
পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য বিশাল বড়ো সুখবর। রাজ্যের প্রাথমিক টেট উত্তীর্ণ কারীদের উদ্দেশ্যে অবশেষে এক বিরাট খবর জানা গেলো। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে এই নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে সকল প্রাথমিক টেট পরীক্ষার্থীরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলকে টেট পাস করার সার্টিফিকেট দেওয়ার জন্য এই নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার্থীদের দীর্ঘদিন ধরে তোলা অভিযোগের অবসান ঘটাতেই এইরূপ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওউয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশ করা হয়েছে। পর্ষদের তরফে প্রকাশিত এই নোটিশে জানানো হয়েছে যে ২০১৪ সালের টেট পরীক্ষাতে পাস করা মোট ৭২৪ জন পরীক্ষার্থীর সকল তথ্য নিখুঁত ভাবে যাচাই করে তারপর তাদেরকে টেট পরীক্ষা পাসের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দীর্ঘ কয়েক বছর যাবত দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে কোনো ধরনের দপ্তরে কর্মী নিয়োগ নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের আঙুল উঠেছে। গত তিন বছর আগে অর্থাৎ ২০২২ সালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যদিও তার পরে সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়কে স্থগিত রাখার নির্দেশ দেয়। শুধু এখানেই শেষ নয় এরপরে SSC এর ২৬,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়েও অনেক জল ঘোলা হতে দেখা যায়।
৩২,০০০ প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিলের মামলা এবং SSC এর মাধ্যমে ২৬,০০০ শিক্ষক নিয়োগের মামলা এই দুটি মামলাই বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই দুটি মামলা নিয়ে সকলেই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণকারীরা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন যে, তারা ২০১৪ সালের প্রাইমারি পরীক্ষায় পাস করা সত্ত্বেও তাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। তাদের এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের সকল তথ্য নিখুঁত ভাবে খতিয়ে দেখে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০১৪ এর টেট পরীক্ষার্থীদের সকল তথ্য যাচাই করার পর আগামী ১ মাসের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার আগে পরীক্ষার্থীদের যে কাজটি করতে হবে তা হল তাদের যাবতীয় তথ্য পর্ষদের কাছে জমা করতে হবে। পরীক্ষার্থীরা তাদের সার্টিফিকেট কোথা থেকে দেখবেন এবং কিভাবে দেখবেন তা নীচে বর্ননা করা হয়েছে।
সবার প্রথমে গুগুল সার্চ বক্সে গিয়ে www.wbbpeonline.com, www.wbbprimary.org লিখে সার্চ করতে হবে। তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে নিজের নাম ও যাবতীয় তথ্য দিয়ে সার্চ করলে আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নোটিফিকেশন টি জারি করার ফলে টেট পরীক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে।