উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে অনিশ্চয়তা! এসএসসি রায় ঘিরে দুশ্চিন্তা, পরীক্ষার খাতা দেখা নিয়ে জটিলতা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে এসএসসির তরফ থেকে নিয়োগ প্রাপ্ত প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষা কর্মীর। মূলত এর প্রভাবেই উচ্চমাধ্যমিকের খাতা মূল্যায়ন প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে যার দরুন রেজাল্ট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ প্রাপ্ত রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর ফলে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আর স্কুলে যাচ্ছে না। আবার অনেকেই ইতিমধ্যেই স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে সমগ্র রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে জল্পনা শুরু হয়েছে এবং শুরু হয়েছে জটিলতা।

এই পরিস্থিতিতে যারা উচ্চমাধ্যমিকের খাতা দেখতেন তাদের মধ্যে অনেকেই খাতা ঘুরিয়ে দিয়েছেন, তারা আর খাতা দেখবেন না এমনটাই জানিয়েছেন, তবে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে তারা যদি চায় খাতা দেখতে পারে কিন্তু তাঁদের অনেকেই এখন সেই দায়িত্ব নিতে চাইছেন না। কারণ, সমাজে তাদের আর শিক্ষকের স্বীকৃতি নেই। এর ফলে উচ্চ মাধ্যমিকের খাতা আবার নতুন করে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলে রেজাল্ট বেরোতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলাফল প্রকাশে দেরি হতে পারে? 

সাধারণত প্রতিবছর মে মাসে প্রথম সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। এ বছরও একই নিয়মে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল। শিক্ষামহলে তরফে বিভিন্ন শিক্ষাবিদরা মনে করছেন এবার হয়তো রেজাল্ট পিছিয়ে গিয়ে মে’র দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে পৌঁছাতে পারে। অর্থাৎ ১০ থেকে ১৫ দিন পর্যন্ত রেজাল্ট এর দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকে মনে করছেনজুনের শুরুর দিকেও রেজাল্ট প্রকাশ হতে পারে।

চাকরি হারানো শিক্ষকরা বলছেন কী?

ইতিমধ্যে চাকরি-হারা অনেক শিক্ষক-শিক্ষিকা জানিয়েছেন তারা তাদের হকের চাকরি বাঁচাতে আইনের লড়াই লড়ছেন এবং আন্দোলন করছেন। এই চাপের মধ্যে খাতা দেখলে খাতার সঠিক মূল্যায়ন নাও হতে পারে তাই তারা যেহেতু মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাই এই কঠিন পরিস্থিতিতে খাতা দেখা থেকে তারা বিরত থাকতে চাইছেন। অনেকেই নিজের স্কুলে আর কাজ করতে আগ্রহী নন, যেহেতু তাঁদের পরিচয় ও পদের স্বীকৃতি নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

বোর্ড কী বলছে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এখনো ফলপ্রকাশ নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা করা হয়নি। তবে বোর্ড সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির ওপর নির্ভর করেই ফল প্রকাশের দিন নির্ধারণ করা হবে।

তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো খুব তাড়াতাড়ি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *