বেকার চাকরী প্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের সুখবর। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে সম্প্রতি নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে সারা দেশ জুড়ে বিভিন্ন পোস্ট অফিস গুলিতে ৬৫,২০০ টি শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক বা GDS নিয়োগ করা হবে। সারা দেশের প্রতিটি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি হল চাকরি পাওয়ার একটি সুবর্ন সুযোগ। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে হবে। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করার পূর্বে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন তারপর আবেদন করুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ৬৫,২০০ টি শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক বা GDS নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নির্ধারিত যোগ্যতা:-
গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে নিম্নলিখিত যোগ্যতা গুলি পূরণ করতে হবে। যেমন-
১) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ইংরেজি ও গণিত বিষয় দুটি সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে।
২) সেইসঙ্গে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
৩) বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
৪) সাইকেল চালাতে জানতে হবে।
বয়সের মাপদন্ড:-
গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD ক্যাটাগরির প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে ২৪,৪৭০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন-
১) সবার আগে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
৪) তারপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদনের ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৬) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।
নির্বাচন পদ্ধতি:-
গ্ৰামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে শর্টলিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্যের পরিমাণ:-
আবেদন মূল্য হিসেবে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে জমা দিতে হবে। তবে এস.সি, এস.টি, মহিলা ও পি.ডব্লু.বি.ডি দের এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা:-
গ্ৰামীন ডাক সেবক পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৬/০১/২০২৫ থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী টানা একমাস পর্যন্ত অর্থাৎ ২৮/০২/২০২৫ পর্যন্ত। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।
আরোও পড়ুন: রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তরে মোট ৫০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ | West Bengal Govt Job Recruitment