মাধ্যমিক পাস যোগ্যতায় IOCL এ বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ | IOCL Job Recruitment
আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় একটা ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা সুখবর। ভারতের সবচাইতে বড়ো ও জনপ্রিয় খনিজ তেল সংশোধন ও বিক্রয়কারী সংস্থা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড(IOCL)। এই সংস্থার অধীনে একাধিক ধরনের শূন্যপদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের যে কোনো রাজ্য থেকে বেকার চাকরী প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড(IOCL) এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নেওয়া হবে সেগুলি হল-
১) জুনিয়র অপারেটর
২) জুনিয়র অ্যাটেনডেন্ট
৩) জুনিয়র বিসনেস অ্যাসোসিয়েট
পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা:-
IOCL এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা পদ বিশেষে আলাদা আলাদা হতে হবে। যেমন-
১) জুনিয়র অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
২) জুনিয়র অ্যাটেনডেন্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
৩) জুনিয়র বিসনেস অ্যাসোসিয়েট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। তার পাশাপাশি MS Office এর বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলির মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
IOCL এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলির মধ্যে জুনিয়র অপারেটর ও জুনিয়র অ্যাটেনডেন্ট পদ দুটিতে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র বিসনেস অ্যাসোসিয়েট পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) তারপর সেখান থেকে Indian Oil for Careers ট্যাবে ক্লিক করে সেখান থেকে Latest Job Opening সেকশনে যেতে হবে।
৩) তারপর সেখানে Recruitment of Non-Executive Personnel In Marketing Division 2025’ এর যে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে।
৪) এরপর রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিংকে ক্লিক করে নিজের নাম, মোবাইল নাম্বার, ই-মেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।
৬) এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস একে একে স্ক্যান করে আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড।
২) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) আইটি আই কোর্সের সার্টিফিকেট।
৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
৭) কালার পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এই টেস্টে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে স্কিল টেস্ট ও ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এতেও যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই তিনটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদন মূল্যের পরিমাণ:-
এক্ষেত্রে আবেদন করার সময় আবেদন মূল্য হিসেবে জেনারেল, ওবিসি ও EWS ক্যাটাগরির প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC, ST প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৩ রা ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৩ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
OFFICIAL NOTICE – DOWNLOAD