বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন এর পক্ষ থেকে এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কোনো একটি নির্দিষ্ট ধরনের পদে নয় বরং একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে উচ্চহারে বেতন প্রদান করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয় তা হল এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষা দিয়েও চাকরি পাচ্ছেন না তাদের জন্য এটি চাকরি পাওয়ার একটি সুবর্ন সুযোগ। এই সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য বিশদে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন আলওয়ার এর পক্ষ থেকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও আরো বেশ কিছু অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পি জি ডিপ্লোমা, এম.এস/এম.ডি, এম.সি.এইচ, ডি.এম কোর্স সম্পন্ন করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৪৫ বছর থেকে সর্বোচ্চ ৬৯ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হলে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সরাসরি ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে।
আবেদন মূল্যের পরিমাণ:-
আবেদন মূল্য হিসেবে General ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ২২৫ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST, Ex-servicemen ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
ইন্টারভিউয়ের তারিখ:-
কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন আলওয়ার এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আপনারা যারা ইন্টারভিউ দিতে চান তারা এই নির্ধারিত দিনে ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE