ব্যাংক অব বরোদার অধীনে ৪,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করলে চাকরি | BOB Bank Job Recruitment

ব্যাংক অব বরোদার অধীনে ৪,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করলে চাকরি | BOB Bank Job Recruitment

আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা সুখবর। ব্যাংক অব বরোদার পক্ষ থেকে নতুন করে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশ জুড়ে ব্যাংক অব বরোদার বিভিন্ন শাখা গুলিতে মোট ৪,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-
ব্যাংক অব বরোদার পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মাধ্যমে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ।

শূন্যপদের সংখ্যা:-
সারা দেশ জুড়ে ব্যাংক অব বরোদার যতগুলি শাখা রয়েছে সেগুলিতে সব মিলিয়ে মোট ৪,০০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

বয়সের মাপদন্ড:-
ব্যাংক অব বরোদার অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ও PwBD ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে।

বেতনের পরিমাণ:-
ব্যাংক অব বরোদার অধীনে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে পরবর্তীকালে এই বেতনের পরিমাণ বৃদ্ধি করা হবে।

আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য সবার প্রথমে আবেদনকারীদের ব্যাংক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে নিজের নাম, মোবাইল নাম্বার, ই-মেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-
ব্যাংক অব বরোদার অধীনে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:-
এক্ষেত্রে আবেদন জানানোর সময় আবেদন মূল্য হিসেবে Gen, OBC ও EWS ক্যাটাগরির প্রার্থীদের ৮০০ টাকা করে, SC, ST ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা করে এবং PWBD ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-
ব্যাংক অব বরোদার পক্ষ থেকে যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া গত ২০/০২/২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১১/০৩/২০২৫ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *