রাজ্যের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে সাহায্য করতে ইতিমধ্যেই একাধিক সাহায্য মূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার ই নয় ভারতের অন্যান্য রাজ্যের সরকার ও তাদের নিজ নিজ রাজ্যের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে সাহায্য করতে একাধিক প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গের সরকার এই রাজ্যের পড়ুয়া ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে যে যে সাহায্য মূলক প্রকল্প গুলি চালু করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এক্যশ্রী স্কলারশিপ স্কিম ইত্যাদি। এছাড়াও স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে যাতে সুবিধা হয় তার জন্য সবুজ সাথী নামক প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সাইকেল দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবারে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সম্পূর্ণ নতুন এক প্রকল্পের মাধ্যমে সাইকেলের জায়গায় স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি পেতে চাইলে কিভাবে আবেদন করতে হবে? কারা কারা আবেদন করতে পারবেন? যে প্রকল্পের মাধ্যমে স্কুটি দেওয়া হবে সেই প্রকল্পের নাম কি? এইসব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন। নীচে এই বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হয়েছে।
যেভাবে দিনে দিনে আমাদের দেশ ভারতবর্ষ উন্নতির দিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই ভারত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। আর এই শ্রেষ্ঠ দেশ হয়ে ওঠার জন্য উন্নতির শিখরে পৌঁছতে হলে আমাদের দেশের পুরুষ সম্প্রদায়ের উন্নয়নের সাথে সাথে নারী সম্প্রদায়ের ও উন্নয়ন ঘটানো প্রয়োজন। তাই রাজ্যের নারীদের লেখাপড়ার বিষয়ে সাহায্য করার মাধ্যমে তাদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রত্যেক স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে একটি করে স্কুটি দেওয়া হবে। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য নতুন এই প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের চালু করা নতুন এই প্রকল্পের নাম হল রানী লক্ষীবাঈ স্কুটি যোজনা। এই যোজনার মাধ্যমে স্কুটি দেওয়ার জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি হওয়ার কারনে যাতায়াতের অসুবিধার জন্য যে সকল ছাত্র ছাত্রীরা মাঝ পথেই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হয় তাদের সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছে উত্তরপ্রদেশ সরকার।
রানী লক্ষীবাঈ স্কুটি যোজনা প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
রানী লক্ষীবাঈ স্কুটি যোজনা প্রকল্পের আওতায় স্কুটি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। এই যোজনার আওতায় স্কুটি সবাইকে দেওয়া হবে না। এই যোজনার আওতায় ফ্রিতে স্কুটি পাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়ার ঠিক কত শতাংশ নম্বর থাকতে হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। পরবর্তী কালে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে সবকিছু জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময় কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে?
রানী লক্ষীবাঈ স্কুটি প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের দরিদ্র পরিবারের মহিলা পড়ুয়াদের যে বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে তা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) আবেদনকারী ছাত্রী বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছেন তার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।