রাজ্যের ব্লক অফিসের অধীনে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন | BDO Office Job Recruitment

রাজ্যের ব্লক অফিসের অধীনে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, দ্রুত আবেদন করুন | BDO Office Job Recruitment

করোনা মহামারীর পর থেকে দীর্ঘ দিন ধরে আমাদের রাজ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। আর সেই চিন্তায় বাংলার চাকরি প্রার্থীরা হতাশাগ্ৰস্থ হয়ে পড়েছিলেন। তবে এতদিনে তাদের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগেই ফের এক এক করে নতুন করে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। রাজ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে আলোচনা করা হল।

নিয়োগকারী দপ্তর:-
রাজ্যের অনগ্ৰসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ব্লক অফিসের অধীনে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদের নাম:-
সংশ্লিষ্ট দপ্তরের অধীনে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল- অতিরিক্ত পরিদর্শক।

বয়সসীমা:-
অনগ্ৰসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনে অতিরিক্ত পরিদর্শক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। এক্ষেত্রে আবেদনকারীরা সর্বাধিক ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতনের পরিমাণ:-
অতিরিক্ত পরিদর্শক পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তার পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য অন্যান্য সুবিধা গুলিও দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে।

প্রয়োজনীয় নথিপত্র:-
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যে সকল প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে মার্কসীট ও সার্টিফিকেট।

৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

৫) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বোর্ড এক্সাম পাস করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে ইন্সপেক্টর/এক্সটেনশন অফিসার/ব্লক অফিসে হেড ক্লার্ক বা অন্য পদের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ:-
অনগ্ৰসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীনে কর্মী নিয়োগের জন্য আগামী ৬/০৩/২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা ওই নির্ধারিত দিনে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন।

OFFICIAL NOTICE DOWNLOAD 
OFFICIAL WEBSITE CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *