রাজ্যের জেলা পরিষদ বিভাগে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ | WB Zilla Parishad Job Recruitment
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে নতুন করে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। রাজ্যের জেলা পরিষদের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ৫১ টি ব্লকের অধীনে থাকা পঞ্চায়েত অফিস গুলিতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ করা হবে? কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করতে হবে? কি পদ্ধতিতে নিয়োগ করা হবে? কত দিনের মধ্যে আবেদন করতে হবে? এইসব বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
পশ্চিমবঙ্গের গ্ৰাম পঞ্চায়েতের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-
১) HMO
২) AMO
বয়সের মাপদন্ড:-
গ্ৰাম পঞ্চায়েতের অধীনে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে পদ বিশেষে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। এছাড়া আরও বেশ কিছু যোগ্যতা থাকতে হবে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-
১) সবার প্রথমে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
৪) সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন পত্র জমা করার সময় চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র গুলি আপলোড করতে হবে
যেমন-
১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৩) আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক ডিটেইলস।
৪) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট যাদের আছে।
৬) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদনের সময়সীমা:-
রাজ্যের জেলা পরিষদ বিভাগের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ১৬/০২/২০২৫ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত।
আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি পড়ার পড়েও যদি এই নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
Official Notification | Download |
Official Website | Click Here |