সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত জেনে নিন | Supreme Court Job Recruitment
আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? লেখাপড়া শিখে দীর্ঘদিন ধরে একটা ভালো সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সম্প্রতি নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নেওয়া হবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের অধীনে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২৪১ জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
সুপ্রিম কোর্টের অধীনে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:-
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্যের পরিমাণ:-
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ১,০০০ টাকা করে এবং এস.সি, এস.টি ও প্রাক্তন সৈনিকদের ২৫০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৫ ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী টানা একমাস ধরে অর্থাৎ ৮ ই মার্চ ২০২৫ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE