সারা দেশের প্রতিটি বেকার চাকরী প্রার্থীদের উদ্দেশ্যে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের সুখবর দিল ভারতীয় রেলওয়ে দপ্তর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পক্ষ থেকে ২০২৫ সালের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ জুড়ে মোট ১১,২৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভারতীয় রেলের অধীনে এত বিশাল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি বেকার যুবক যুবতীদের কাছে একটি দুর্দান্ত সুখবর। নীচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফ থেকে সারা দেশ জুড়ে মোট ১১,২৫০ টি শূন্যপদে টিকিট কালেক্টর নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
রেলওয়ে টিকিট কালেক্টর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ থাকাটাও অত্যন্ত জরুরি।
নির্ধারিত বয়সসীমা:-
রেলওয়ে টিকিট কালেক্টর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর, OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর এবং PwBD ক্যাটাগরির প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অধীনে টিকিট কালেক্টর পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ২১,৭০০-৮১,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
RRB এর অধীনে টিকিট কালেক্টর পদে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-
১) সবার প্রথমে ভারতীয় রেলওয়ের রিক্রুটমেন্ট পেজে যান।
২) তারপর টিকিট কালেক্টর রিক্রুটমেন্ট ২০২৫ লিংকে ক্লিক করুন।
৩) তারপর নিজের নাম, মোবাইল নাম্বার, ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৫) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।
৬) তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
৭) সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) আবেদনকারীর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৫) আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অধীনে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্টের জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবশেষে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পক্ষ থেকে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১০ ই জানুয়ারি ২০২৪ থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।