পশ্চিমবঙ্গের প্রশাসনিক শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার দের অবদান সত্যিই অনস্বীকার্য। আমাদের রাজ্যের বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্ম ও আইন রক্ষার বিষয়ে গভীর ভাবে সাহায্য করে থাকেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এত সব দায়িত্ব পালন করার পরেও পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এইসব সিভিক ভলেন্টিয়ার দের মাসিক বেতনের পরিমাণ খুবই কম। এছাড়াও রাজ্য সরকারের অধীনস্থ অন্যান্য কর্মচারীরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে যে অতিরিক্ত সুযোগ সুবিধা গুলি পেয়ে থাকেন সেই সকল সুযোগ সুবিধা সিভিক ভলেন্টিয়ার দের দেওয়া হয় না। মোট কথা হল এটাই যে রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী হয়েও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে প্রতি মূহুর্তে বঞ্চিত হন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। তবে এবার থেকে যাতে এমনটা না হয় তার জন্য তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কি সেই নয়া পদক্ষেপ।
যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীদের পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়। এই পদে নিয়োজিত কর্মীরা যেহেতু রাজ্য সরকারের স্থায়ী কর্মী নন চুক্তি ভিত্তিক কর্মী সেই কারনে রাজ্য সরকারের তরফ থেকে এই সিভিক ভলেন্টিয়ার দের প্রতি মাসে মাসে মাত্র ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হয়। এছাড়াও বাকি সব সরকারি সুযোগ সুবিধা গুলি পাওয়া থেকেও তাদেরকে বিরত থাকতে হয়।
ফলে বর্তমান অগ্নিমূল্যের বাজারে এত কম টাকাতে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা তো দূরের কথা সংসার চালাতে গিয়ে পর্যন্ত হিমসিম খেতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার দের। দৈনিক অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদেরকে। যেহেতু তারা রাজ্য সরকারের চুক্তি ভিত্তিক কর্মী সেহেতু কোনো ব্যাংক থেকে তারা আর্থিক সাহায্য অর্থাৎ লোনের সুবিধা লাভ করতে পারেন না। আর যদিও বা তারা কখনও কোনো ব্যংকে লোনের জন্য আবেদন করেন তাহলে ব্যাংক তাদের আবেদন বরখাস্ত করে।
তবে এখন থেকে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়ার দেরকে আর আর্থিক অসুবিধা ভোগ করতে হবে না। তাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের ব্যাংক লোন এর সুবিধা পাইয়ে দিতে পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সঙ্গে এগ্ৰিমেন্ট করা হয়েছে। শুধু তাই নয় যত শীঘ্র সম্ভব এই পদক্ষেপ বাস্তবায়িত করে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ব্যাংক লোনের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তোড়জোড় ও শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
বর্তমানে আমাদের রাজ্যে মোট সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হল ১ লক্ষ ৩০ হাজার জন। এরা রোদ জল ঝড় মাথায় করে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পালন করেন। এতদিন অবধি ভারতের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে সিভিক ভলেন্টিয়ার দের স্যালারি অ্যাকাউন্ট যুক্ত ছিল। কিন্তু স্টেট ব্যাংক এইসব সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম লোনের সুবিধা প্রদান করত না। সেই কারনেই সম্প্রতি রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংক থেকে সরিয়ে অন্যত্র যুক্ত করার জন্য একটি অন্য রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সঙ্গে এগ্ৰিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রক।
এখন থেকে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংক থেকে বদলে অন্য ব্যাংকে করা হবে। আগামী দিনে তারা নিজেদের কোনো মূল্যবান জিনিসপত্র মর্টগেজ রেখে সেই ব্যাংক থেকে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রকের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে।