Blook Level Facilitator পদে আবেদন করুন প্রচুর নিয়োগ পশ্চিমবঙ্গে

চাকরি প্রার্থীদের জন্য পুনরায় একটি নতুন চাকরির খবরের আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। রাজ্যের জেলায় ব্লক অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন আবেদন করবেন। এই পদের জন্য নারী পুরুষ উভয়ের আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে , আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন , পদের নাম কি, বেতন কতো , কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে সমস্ত তথ্য নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

পদের নাম :- Blook Level Facilitator .

 

শূন্য পদ :- BLF পদের জন্য শূন্য পদ রয়েছে 1 টি।

 

নিয়োগ স্থান :- Nabadwip Development Blook .

 

বয়স :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। বয়সের হিসেব ধরা পড়ে 01/01/2025 তারিখ অনুযায়ী।

 

শিক্ষাগত যোগ্যতা :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস করতে হবে। এছাড়া এছাড়া কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অথবা কমপক্ষে এক বছরের জন্য ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে।

 

 

আবেদনের শর্তাবলী :- যে সকল প্রার্থী সংশ্লিষ্ট ব্লক এলাকায় স্থায়ী ভাবে বসবাস করবে তারাই আবেদন করতে পারবেন।

 

এছাড়া সামাজিক খাতে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

বেতন :- যে সকল প্রার্থী এই পদে চাকরি করবে তাদের প্রতি মাসে 12500 টাকা সাথে টি.এ , ডি.এ বাবদ 5000 টাকা বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আবেদন ফর্মটি A4 পেজে বের করে নেবেন। তারপর ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে প্রয়োজনের ডকুমেন্টের ছবি দিতে হবে সিগনেচার করতে হবে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে ডকুমেন্ট জেরক্স করে ফর্মটি ও ডকুমেন্টসগুলির একটি খামে ভরে খামটি মুড়ে দিতে হবে। খামটিতে অবশ্যই সেল্ফ অ্যাড্রেস স্টাম্প থাকতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্ট :-

1. পাসপোর্ট সাইজের দুই কপি ফটো।

2. শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট।

3. বয়সের প্রমাণপত্র।

4. জাতিগত শংসাপত্র।

5. কম্পিউটার সার্টিফিকেট।

6. আধার কার্ডে ভোটার কার্ডের জেরক্স।

7. দুই কপি পাঁচ টাকার ডাক টিকিট।

 

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন পত্র জমা দেবেন তারা অবশ্যই 09/04/2025 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। বিকেল পাঁচটার আগে আবেদন পত্র জমা দিতে হবে। আর ছুটির দিন আবেদন পত্র জমা নেওয়া হবে না।

 

নতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের নিয়মিত ভিজিট করতে পারেন।

Official Notification  Download 
Official Website  Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *